‘‘প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান’’

0
81

নিরপেক্ষ থাকার আহ্বানপৌরসভা নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে কোনো দলের এজেন্ট হিসেবে কাজ না করে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেলের আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

রোববার সাতকানিয়া ও চন্দনাইশ পৌরসভায় ২০ দলীয় জোট প্রার্থী আইয়ুব কুতুবী ও হাজি রফিকুল আলমের পক্ষে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় ঘটবে উল্লেখ করে তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। তাই দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। সাতকানিয়া পৌরসভার কলেজ রোড, রোয়াজারপাড়া, আশিকের পাড়া ও চন্দনাইশ উপজেলা কার্যালয়, ডাক বাংলোসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সহ-সভাপতি এনামুল হক এনাম, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, মুজিবর রহমান চেয়ারম্যান, মাইনউদ্দিন জাহেদ, নুরুল কবির চৌধুরী, আবু হানিফ, নবাব মিয়া, জসিমউদ্দিন আব্দুল্লাহ, আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, জসিমউদ্দিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ, বিএনপি নেতা জসিম উদ্দিন মিন্টু, এসএম আব্বাস, কেদ্রীয় জাসাসের সহ প্রচার সম্পাদক মামুনুর রশীদ শিপন, জামাল হোসেন, জাহিদুল ইসলাম, লোকমান হাকিম, মো. ফেরদৌস আকবর হোসেন, মো. সেলিম, আবুল হোসেন, মিজানুর রহমান, মোজাম্মেল হক, মো. রাশেদ, মো. মহসিন, মো. খালেদ হোসেন, মিজানুর রহমান, নগর ছাত্রদল নেতা সামসুজ্জামান বাপ্পী, সাজিদুল ইসলাম ফয়সাল, নগর ছাত্রদল মো. পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।