“প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিবাবকদের এগিয়ে আসতে হবে”

0
98

 

মুরাদপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিক্ষার্থীদের বিদায় অনুষ্টানে কাউন্সিলর মোরশেদ আলম

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অবিভাবকদের আরো এগিয়ে আসতে হবে। যদি তা না হয় শিক্ষর্থীরা পিছিয়ে পড়বে। আমাদের একটি কথা শুধু মনে রাখতে হবে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কিনা করছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজম্মকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে সব চেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন।
গত ১৩ই অক্টোবর সোমবার দুপুরে নগরীর শহীদ জানে আলম সড়কস্থ মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরিক্ষার্থীদের বিদায় অনুষ্টানে ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম তাঁর বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক আবু বক্কর সিদ্দীকি’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি হাজী মো. কপিল উদ্দিন খোকন। আলোচনা অংশ নেন কমিটির সদস্য হাজী মো. ইসহাক মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা আকতার, শিক্ষক মো. আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।