প্রাপ্ত ঋণের অর্থ যথাযথ ব্যবহারে দারিদ্রমুক্ত হওয়া সম্ভব

0
54

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে অর্থ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন

ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ০১ ফেব্রুয়ারি’১৭ বুধবার সকাল ১১.০০টায় জমিয়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের ঋণ ও আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ-এর পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন- ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ও নেতা। বর্তমান সরকার তাঁদের কে স্বাবলম্বী ও আর্থ- সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার জন্য ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋন প্রদানের ব্যবস্থা করেছেন। এ-অর্থ যথাযথ ব্যবহার করে দারিদ্রমূক্ত হওয়া সম্ভব। শান্তি কল্যাণ ও মানবতার ধর্ম ইসলামের নাম ব্যবহার করে সমাজে যেন কেউ নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং ইসলামের লেবাস পরে কেউ যেন পবিত্র এই ধর্মকে কলংকিত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি অনুরোধ জানান। সভাপতি বলেন মাত্র ১০টাকা চাঁদা প্রদানের মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর সদস্য হওয়া যায়। তিনি ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ টাস্টে এখনো যারা সদস্য হন নি তাদেরকে যতা শীঘ্র সম্ভব ট্রাস্টের সদস্য ভূক্ত হয়ে সরকার প্রদত্ত সুযোগ- সুবিধা ভোগ করার আহবান জানান। তা’ছাড়া দেশের বর্তমান নাজুক পরিস্থিতিতে ইমাম-মুয়াজ্জিন ও ওলামায়ে কেরাম কে ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কুরআন-হাদিসের আলোকে ইসলামের অন্তর্নিহিত সৌন্দর্য, শান্তি ও কল্যাণময় দিক গুলো জনগণের সামনে তুলে ধরার আহবান জানান। তিনি আরও জানান আজ ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থ বছরের চট্টগ্রাম মহানগরসহ ১৪টি উপজেলার প্রতি উপজেলার ০৪ (চার) জন করে প্রতিজনকে ১২,০০০(বার হাজার) টাকা করে মোট ৪৬ (চছল্লিশ) জন ইমাম ও মুয়াজ্জিনকে ৫,৫২,০০০সুদ মুক্ত ঋণ প্রদান করা হয় এবং প্রতি উপজেলার ০৭ (সাত) জন করে ৮২ (বিরাশি) জন ইমাম ও মুয়াজ্জিনকে ৩,০০০(তিন হাজার) টাকা করে ২,৪৬,০০০সর্ব মোট ৭,৯৮,০০০আর্থিক সাহায্য প্রদান করেন। জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স-এর সহকারী পরিচালক মোঃ সেলিম উদ্দিন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জমিয়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্সের সহকারী পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ। পরে প্রধান অতিথি ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঋণ ও আর্থিক সাহায্যের চেক বিতরণ করেন।