ফটিকছড়িতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মানববন্ধান

0
53

কমিটির মানববন্ধনফটিকছড়ি সংবাদদাতা:
চট্টগ্রামের ফটিকছড়িতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির উদ্দ্যোগে গুলশান, শোলাকিয়া ও নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাসহ দেশব্যাপী সন্ত্রাসবাদের প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) উপজেলার বিবিরহাট বাসষ্ট্যান্ড থেকে নাজিরহাট পর্যন্ত ঘন্টাব্যাপী ৮ কিলিমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। মানব বন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর আজিজুল উলুম জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিবুল্লাহ্ বাবুনগরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নানুপুর জামেয়া ওবায়দিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ছালাহউদ্দিন, মুফতি মাহমুদুল হাসান। মাওলানা ছলিমুল্লাহ্র সভাপতিত্বে ও মাওলানা ছলিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হক, মাওলানা হাবিবুল্লাহ্ আজাদ, সাহেবজাদা কুতুব উদ্দিন, মাওলানা মাইনুদ্দিন, মাওলানা জুনায়েদ বিন জালাল প্রমুখ। প্রধান অতিথি আল্লামা মুহিবুল্লাহ্ বাবুনগরী গত শুক্রবার নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মাওলানা বেলাল উদ্দিনের উপর প্রতিপক্ষের হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে এ ঘটনার পেছনে যে, সরকার জড়িত নেই তা প্রমান করতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। বিশেষ অতিথি জামেয়া ওবায়দিয়ার মুহতামিম মাওলানা ছালাহ্উদ্দিন ঘটনার গত এক সপ্তাহ পার হলেও এঘটনার সাথে জড়িত এক জনকেও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এক সপ্তাহ ধৈর্য ধরেছি, কিন্ত প্রশাসন এ ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করেনি। তিনি আরো বলেন, যতদিন তাদের গ্রেপ্তার করা না হবে ততদিন কওমী মাদ্রাসা পরিচালনা বোর্ডের নির্দেশে সারা দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেন । এবং এ আন্দোলন দেশব্যাপী হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। উল্লেখ্য গত শুক্রবার নাজিরহাটে আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের বিচার দাবি এবং জঙ্গিবিরোধী সমাবেশে যোগদেবার পথে ছাত্রসেনা ও যুবসেনার নেতা কর্মীদের সাথে উক্ত প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে, এবং উভয় পক্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এনিয়ে উভয় পক্ষে চাপা ক্ষোভ বিরাজ করছে।