ফটিকছড়িতে কৃষকলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
124

আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার
—সাদাত আনোয়ার সাদী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলা সদরের কৃষকলীগ কার্যালয় মিলনায়তনে কেক কাটেন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আওয়ামীলীগ নেতা সাদাত আনোয়ার সাদী। পরে উপজেলা কৃষকলীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভায় উপজেলা কৃষকলীগ সভাপতি মো: নুর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আওয়ামীলীগ নেতা সাদাত আনোয়ার সাদী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার, কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষক ও কৃষির উন্নয়নে কাজ ব্যাপক কাজ করছে। কৃষি উৎপাদন বৃদ্ধিতে ঋণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। অব্যাহত রাখা হয়েছে কৃষি প্রণোদনা। সরকার যেকোনো প্রতিকূল পরিস্থিতে কৃষকদের পাশে দাঁড়ায়, কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু জোট সরকারের আমলে কৃষকরা সার চাইতে গিয়ে লাশ হতে হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা সদস্য এস.এম.ফসিউদ্দৌলা। বিশেষ অতিথি সহ সভাপতি নুরুল আলম, যুগ্ন সম্পাদক মো: ফরিদ, যুগ্ন সাধারন সম্পাদক হাসানুল করিম রাসেল, প্রচার সম্পাদক মো:তারেক, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন খোকন, কৃষকলীগ নেতা ইফতেখার উদ্দীন মুরাদ, মো:জাহাঙ্গীর, মো:আলমগীর, আকতার উদ্দীন বাচ্চু, দিদারুল আলম, মো:আলী, ওমর খৈয়ম সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।