ফটিকছড়িতে পানিতে ডুবে মৃত্যু ১

0
57
প্রতীকী

প্রতীকী
প্রতীকী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শিপা আকতার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রী পানিতে ডুবে মারা গেছে। একইসময় পানিতে ডুবে যাওয়া সুমাইয়া (১১) নামে আরেক মাদ্রাসা ছাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ফটিকছড়ির নাজিরহাট বাজারে আল জামিয়া আরবিয়া নছিরুল ইসলাম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। শিপা ও সুমাইয়া উভয়ই ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। শিপা নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার থানারহাট এলাকার বাহুতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে। এবং সুমাইয়া পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামের মুহাম্মদ জামাল মির্জার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসার পেছনে পুকুরে পড়ে যায় শিপা ও সুমাইয়া। মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থী ও কর্মচারিরা দেখতে পেয়ে তাদের দ্রুত উদ্ধার করেন। দুজনকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিপাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়া জীবিত থাকলেও তাকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ওসি আবু ইউসুফ মিয়া।

‘দুই মাদ্রাসা ছাত্রীর মধ্যে একজন মারা গেছে আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’ বলেন ওসি।