রিপনের হত্যাকারীদের শাস্তির দাবী

0
113

রিপন দে হত্যা

শওকত হোসেন করিম,ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির গ্যারেজ মিস্ত্রী রিপন দে (১৬) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে সর্বস্তরের হাজারো মানুষের এক মানব বন্ধন করা হয়। আজ রবিবার (২১ আগষ্ট) বিকালে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের বৈদ্যারহাট ব্যবসায়ী সমিতির উদ্যাগে এ মানব বন্ধ করা হয়। মানব বন্ধনে রাজনীতিবিদ, জন প্রতিনিধি, ব্যাবসায়ীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ গ্রহন করেন। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ মানব বন্ধনে নিহত রিপনের বাবা গণেশ দে ও তার মা উপস্থিত ছিলেন। মানব বন্ধন শেষে রিপন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে এক সমাবেশ বৈদ্যারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা এইচ এম আবু তৈয়ব, স্থানীয় চেয়ারম্যান আবু তালেব, বার মাসিয়া চা বাগানের ব্যবস্থাপক বাবুল বিশ্বাস, এস এম মাসুদ পারভেছ, অর্জন কুমার নাথ, মাষ্টার যথাক্রমে বাবলা কুমার দে, এমদাত হোসেন, সাইফু উদ্দিন সুমন, নুরুল আলম, দিলিপ কুমার নাথ, বাবুল দে, ডাক্তার নির্মল দে, কেশব দে, অনিল সেন প্রমূখ।
উল্লেখ্য রিপন যে গ্যারেজে কাজ করত সে গ্যারেজের মালিক হেলাল সহ কয়েক জন গত ১৩ আগষ্ট রাতে তাকে নির্ম্মম ভাবে হত্যা করে বাজারের পশ্চিমে বার মাসিয়া চা বাগান সড়কে ফেলে রাখে। পর দিন ঘাতক হেলাল সহ কয়েক জন তাঁর লাশ বহন করে বাড়ীতে নিয়ে যায়। পরে পুলিশ ঘাতক হেলালকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করলে সে হত্যাকান্ডের বিষয়ে জড়িত রয়েছে বলে স্বীকারোক্তি দেয়। পুলিশ হেলালের স্বীকারোক্তি মতে অন্যন্যা হত্যাকারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এক মাত্র সন্তানকে হারিয়ে এখনো বাকরুদ্ধ রিপনের বাবা-মা। সে দিন রিপনের মৃত্যুর সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান,থানার ওসি একেএম লিয়াকত আলী,ওসি (তদন্ত) মাহবুব আলম আকন্দ ও এস আই হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।