ফটিকছড়ির বিভিন্ন উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন

0
105

fotikcoreপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটিকছড়ি আগমন উপলক্ষ্যে বিভিন্ন উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফটিকছড়ি উন্নয়ন পরিষদ।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পরিষদের সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. হারুন চৌধুরী, অ্যাডভোকেট কামাল উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুজিবুল হক, অ্যাডভোকেট তরুন কিশোর দেব, জেলা আওয়ামী লীগ নেতা হোসেন মোহাম্মদ আবু তৈয়ব, নারী নেত্রী জাহানারা সরোয়ার, সাংবাদিক কাঞ্চন বড়ুয়া।

লিখিত বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, `সবুজ বেষ্টনি আর পাহাড়ে ঘেরা প্রায় ৮’শ বর্গ কিলোমিটার আয়তনের ফটিকছড়ি উপজেলা বনজ এবং প্রাকৃতিক সম্পদ ও প্রাচুর্যে ভরপুর। এখানে রয়েছে উত্তর ফটিকছড়ি বিস্তীর্ণ ভূমিতে রাবার বাগান, প্রায় ১৭টি চা বাগান, ফটিকছড়ির কোলঘেঁষে রয়েছে সিমুতাং গ্যাস ফিল্ড। এরপরও ফটিকছড়ির উপজেলার জনগণের কাঙ্খিত উন্নয়ন ঘটেনি।`

তিনি বলেন, `ফটিকছড়িবাসি যদিও এমপি উপহার দিতে পারেনি কিন্তু গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী ফটিকছড়ির উন্নয়নে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্টা, ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্টা, হারুয়ালছড়ি রাবার ড্যাম নির্মানসহ আমার মাধ্যমে প্রায় ৩’শ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছেন।`

পেয়ারুল ইসলাম বলেন, `ফটিকছড়িকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে ফটিকছড়ির উন্নয়নে যৌক্তিকভাবে আরো কিছু প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর শুভদৃষ্টি কামনা করছি।`

সংবাদ সম্মেলনে নাজিরহাট-নারায়ণহাট-হেয়াঁকো-বারৈয়ারহাট সড়ককে ঢাকা-চট্টগ্রাম এর বিকল্প মহাসড়ক বাস্তবায়ন, সিমুতাং গ্যাস ফিল্ডের গ্যাস ফটিকছড়িতে সংযোগ দেওয়াসহ ১৫টি প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।