ফটোগ্রাফি শেখাতে আইফোন দান

0
188

ক্যামেরার জন্য বরাবরই নাম করে এসেছে অ্যাপল। এবার প্রতিষ্ঠানটি শিকাগোর একটি কলেজে ফটোগ্রাফি শেখানোর জন্য ক্যামেরার বদলে আইফোন দান করেছে।

ফট্রগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরি টেলিং শেখাতে কলেজটিতে ক্যামেরার দরকার ছিল। ‘১০০ক্যামেরা’ নামের অলাভজনক একটি সংস্থা কলেজটি পরিচালনা করে।

সেখানে গল্প হিসেবে শিক্ষার্থীদের নিজেদের শহরটিতে বেড়ে ওঠা এবং সহিংসতার দিকগুলোই উঠে এসেছে।

অ্যাপলের বৈশ্বিক পণ্য বিপণনের ভাইস প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ১০০ক্যামেরার সঙ্গে মিলে এমন একটি আয়োজন অসাধারণ ছিল। সেখানে শিক্ষার্থীরা আইফোন ১১ নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়ন করেছে।

শিক্ষার্থীদের ফটোগ্রাফি দেখে অনেক অনুপ্রেরণা পেয়েছেন বলেও জানান তিনি।

পরে তাদের তোলা কিছু ছবি স্থানীয়ভাবে বিক্রি করেছে সংস্থাটি।

১০০ক্যামেরার সহপ্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা পপেলওয়েল বলেন, নতুন আইফোন কয়েকদিন আগেই উন্মোচন করা হয়েছে। সেটি দিয়ে শিক্ষার্থীরা যে মানের ছবি বা স্টোরি টেলিং করেছে তা অসাধারণ।