ফল ঘোষণার আগেই মোদীর মন্ত্রীসভা প্রায় চূড়ান্ত

0
131

ফল ঘোষণার আগেই মোদীর মন্ত্রীসভাপ্রকাশের আগের দিন চূড়ান্ত তত্‍পরতা রাজধানীর ক্ষমতার অলিন্দে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসা এখন শুধু সময়ের অপেক্ষা। কৌশল ঠিক করতে তাই গতকালই দলের তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। গান্ধীনগরে পাঁচ ঘণ্টার সেই ম্যারাথন বৈঠকে হাজির ছিলেন রাজনাথ সিং, অরুণ জেটলি, নীতিন গড়করি। ক্ষমতায় এলে সরকারে কে কোন পদ পেতে পারেন তা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিজেপির সরকার গঠনের সেই তৎপরতার মাঝেই আসরে নেমেছে আরএসএসও। আজ বৃহস্পতিবার সকালে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন আরএসএস নেতা সুরেশ সোনি। তবে বুথ ফেরত সমীক্ষার ফল যাই বলুক না কেন, হাল ছাড়তে রাজি নয় কংগ্রেস।

সূত্রের খবর, ভবিষ্যত জোটের কথা মাথায় রেখে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে গতকাল প্রধানমন্ত্রীর সম্মানে সোনিয়া গান্ধীর নৈশভোজে রাহুল গান্ধীর না থাকা জল্পনা শুরু হয়েছে। ঘরে বাইরে বিতর্কের মুখে পড়ে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কংগ্রেস নেতারা। নৈশভোজে থাকতে না পারার কথা রাহুল আগেই জানিয়েছিলেন বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।

বিজেপি ক্ষমতায় এলে কে কোন পদ পেতে পারেন-

প্রধানমন্ত্রী-নরেন্দ্র মোদী

এনডি চেয়ারম্যান/জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান-লালকৃষ্ণ আদবাণী

বিদেশমন্ত্রী-সুষমা স্বরাজ

অর্থমন্ত্রী-অরুন জেটলি

লোকসভার অধ্যক্ষ-মুরলী মনোহর জোশী

স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী- রাজনাথ সিং

সংখ্যালঘুমন্ত্রী- মুক্তার আব্বাস নকভি

পরিবহণ মন্ত্রী-নীতিন গডকড়ি

আইনমন্ত্রী- রবিশঙ্কর প্রসাদ

কৃষিমন্ত্রী- গোপীনাথ মুন্ডে

নাগরিক উন্নয়ন বা সংখ্যালঘু মন্ত্রী- শাহনওয়াজ হুসেন৷

নগরোন্নয়নমন্ত্রী- রাজীবপ্রতাপ রুডি৷

তথ্য ও সম্প্রচার মন্ত্রী-স্মৃতি ইরানি

স্বাস্থ্যমন্ত্রী- হর্ষবর্ধন

টেলিকম মন্ত্রক-পীযূষ গোয়েল

পরিবেশমন্ত্রী – মানেকা গান্ধী

নারী ও শিশু কল্যাণমন্ত্রী – উমা ভারতী