ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়নের নিমিত্তে জেলা এডভোকেসী সভা

0
183

ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণপ্রেস বিজ্ঞপ্তি
১২/১/২০১৪ইং রোজ রবিবার, সকাল ১০.০০ ঘটিকায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়নের নিমিত্তে জেলা এডভোকেসী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ সরফরাজ খান চৌধুরী , সিভিল সার্জন, চট্টগ্রাম । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আলাউদ্দিন মজুমদার,পরিচালক(স্বাস্থ্য),চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাসরিন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চট্টগ্রাম এবং ডাঃ রফিক উদ্দিন,ডেপুটি সিভিল সার্জন,চট্টগ্রাম। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের ১৪টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, এমওডিসি, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর বৃন্দ এবং জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা বৃন্দ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ নুরূল হায়দার, এমওডিসি, সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম । সভায় জানানো হয় আগামী ১৮-২০ জানুয়ারী,২০১৪ইং সময়কালীন দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়ন শুরু হবে। এর পূর্বে প্রতিটি স্কুলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর (১৫-১৮)জনের ছাত্রের সমন্বয়ে ক্ষুদে ডাক্তার টীম গঠন করা হবে। স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ক্ষুদে ডাক্তার গণ প্রত্যেক ক্লাসের ছাত্র-ছাত্রীদের উচ্চতা, ওজন ও দৃষ্টি শক্তি নির্দিষ্ট ফর্ম এ লিপিবদ্ধ করবেন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জাতীয় দিবস এবং স্বাস্থ্য শিক্ষা সর্ম্পকিত বিভিন্ন বিষয়ে ক্ষুদে ডাক্তরগণ সক্রীয় অংশগ্রহন করবেন। এর মাধ্যমে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে কার্যকরী ভাবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে অবহিত করা সম্ভব হবে। অশা করা যায়, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের মধ্যে এটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সম্মানিত সিভিল সার্জন, ডাঃ মোঃ সরফরাজ খান চৌধুরী ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়নে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।