ফাওয়াদের ব্যাটে রানের ফোয়ারা চলছেই

0
106

ফর্মের তুঙ্গে রয়েছেন ফাওয়াদ আলম। জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া ৩৪ বছর বয়সী ফাওয়াদ ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।

বৃহস্পতিবার কায়েদে আজম ট্রফিতে বেলুচিস্তানের বিপক্ষে করাচিতে সেঞ্চুরি করেন সিন্ধের তারকা ব্যাটসম্যান ফাওয়াদ আলম।

আগের রাউন্ডে দক্ষিণ পাঞ্জাবের বিপক্ষে ডাবল (২১১) সেঞ্চুরি করেন ফাওয়াদ। বৃহস্পতিবার বেলুচিস্তানের বিপক্ষে শতরানের (১১৬) ম্যাজিক ফিগার স্পর্শ করার মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান সংগ্রহের মধ্য দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন ফাওয়াদ আলম।

পাকিস্তানের হয়ে ফাস্ট ক্লাস ক্রিকেটে ১৬৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ১২ হাজার ২২২ রান করেছেন ফাওয়াদ আলম।

এর আগে পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলে ১১ হাজার ২১৩ রান করেন কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ার।

শুধু রান করাই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর দিক থেকেও শীর্ষে ফাওয়াদ আলম। তিনি ফাস্ট ক্লাস ক্রিকেটে ১৬৫ ম্যাচে ৩৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০টি সেঞ্চুরি হাঁকান ইমরান ফরহাত। ২৬টি সেঞ্চুরি হাঁকান সাঈদ আনোয়ার।

প্রসঙ্গত, ফাওয়াদ আলম ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে তিন টেস্ট, ৩৮টি ওয়ানডে আর ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুই সেঞ্চুরির সাহায্যে ১ হাজার ৪১০ রান সংগ্রহ করেছেন।