ফারুকী হত্যার ঘটনায় দুটি জঙ্গি সংগঠন জড়িত-ডিবি

0
73

রাজধানীর রাজাবাজারে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় দুটি জঙ্গি সংগঠন জড়িত বলে সন্দেহ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, শুরুতে অনেক বিষয় সামনে রেখে মামলার তদন্ত করা হচ্ছিল। তবে এখন মনে হচ্ছে যে নুরুল ইসলাম ফারুকীর মতাদর্শের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে দুটি জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে মনে হয়েছে।

তবে তদন্তের স্বার্থে সংগঠন দু’টির নাম প্রকাশ করেননি ডিবির এ যুগ্ম-কমিশনার।

তাছাড়া গোপীবাগের সিক্স মার্ডারের সঙ্গে ফারুকী হত্যাকাণ্ডের মিল রয়েছে। তাই এই দুই মামলার তদন্ত একইভাবে চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৭৪ পূর্ব রাজাবাজার মুন্সীবাড়ীর একটি চার তলা ভবনের দুই তলায় দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে থাকতেন মাওলানা ফারুকী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে হজে যাওয়ার কথা বলে দু’জন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এরপর ১৫ থেকে ২০ মিনিট পর আরো তিনজন ভক্ত পরিচয় দিয়ে বাসায় আসেন। কিছুক্ষণ পর এরা অস্ত্রের মুখে স্ত্রী-সন্তানদের ও পরিবারের অন্য সদস্যদের একটা কক্ষে আটকে রেখে ডাইনিং রুমে ফরুকীকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায়।