ফিতরা প্রদান করেদ্বীনি শিক্ষার প্রসারে এগিয়ে আসুন

0
100

পশ্চিম পটিয়া গাউছিয়া কমিটির ইফতার মাহফিলে পেয়ার মুহাম্মদ

গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম পটিয়া থানা শাখার অভিষেক অনুষ্ঠান ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত ১৮ মে শনিবার শান্তির হাটস্থ গ্রান্ড সুলতান কনভেনশন হলে কমিটির সভাপতি ও এস.বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ ছগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল হক খান। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল মনছুর, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফ্ফর আহমদ। মাওলানা মুহাম্মদ এয়াকুব আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পশ্চিম পটিয়ার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমদ, সহ-সভাপতি মো. আবু জাফর, হারুনুর রশিদ, মোরশেদুল আলম, ইঞ্জি: শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল হারুন, আলী আবছার, এসএম নজরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, হামিদুর রহমান, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন চৌধুরী, হাজী মো. নুরুদ্দিন, মাওলানা শাহাদাত, মাওলানা মাহমুদুল হাসান নয়ন, শফিউল আজম বাদশা, আবদুর রহিম চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ মানুষকে আদর্শিক জীবন গঠনের প্রেরণা যোগায়। হক ও বাতেলের মধ্যে পার্থক্য সৃষ্টি কারী রমজান মাসে মুসলমানদের অর্জিত শিক্ষা সারা বছর লালন করলে মু’মিন মুসলমান হওয়া সম্ভব। তিনি আরো বলেন, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। যেখানে পবিত্র কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে স্বীকৃত। তিনি পবিত্র রমজানে যাকাত আদায়ের মাধ্যমে নিজের সম্পদকে পরিশিলীত করার আহবান জানিয়ে বলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় যাকাত ও ফিতরা প্রদান করে দ্বীনি শিক্ষার প্রসারে এগিয়ে আসতে হবে।