ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকা আসছে ১৭ ডিসেম্বর

0
114

ফিফা বিশ্বকাপ ট্রফিবিশ্ব ফুটবলের সবচেয়ে আকাক্সক্ষার বস্তু ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকা আসছে তিন দিন পরই। সৌদি আরব ঘুরে বিশ্বকাপ ট্রফি এখন রয়েছে কাতারের রাজধানী দোহায়। সেখান থেকে যাবে আরব আমিরাতে। তারপর বাংলাদেশে আসছে ১৭ ডিসেম্বর। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় আসছেন ফিফা ও কোকাকোলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকায় ফিফা ট্রফির আগমন ও প্রদর্শন উপলক্ষে বৃহস্পতিবার ‘ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শন’ অর্গানাইজিং কমিটির সভা বাফুফে ভবনে কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কোকাকোলার যৌথ ব্যবস্থাপনায় বিশ্বকাপ ট্রফি প্রদর্শন কমিটির সভায় বাফুফের নির্বাহী কমিটির সব সদস্যসহ কোকাকোলার যোগাযোগ ও জনসংযোগ কর্মকর্তা শামীমা আক্তার উপস্থিত ছিলেন। সভায় ফিফা বিশ্বকাপ ট্রফি ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রদর্শন ও সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‘কোকাকোলা বিশ্বকাপ ফুটবল ট্রফি বিশ্বভ্রমণ’ এর এ উৎসবে বিশ্বকাপ ট্রফি পাড়ি দেবে ৯০ হাজারেরও বেশি মাইল পথ, অংশ নেবে ৮৮ দেশের নানান ফুটবল আয়োজনে। বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকাকোলার সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে এ বিশ্বকাপের প্রদর্শনী।