ফিরে দেখা ২০১৪ : স্বর্ণ উদ্ধারে রেকর্ড

0
173

সোনাবড় বড় স্বর্ণের চালান আটক করে ২০১৪ সালটা নিজেদের করে নেয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস।

গত বছর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছিল ৮০ কেজি ৫৯০ গ্রাম স্বর্ণ। কিন্তু চলতি বছর শুধু ২৫ মার্চই উদ্ধার করা হয়েছে ১০৭ কেজি স্বর্ণ! একদিনেই এক বছরের স্বর্ণ আটকের রেকর্ড ভঙ্গ করে বিমানবন্দর কাস্টমস!

শুধু গত বছর নয়; মাত্র চার মাসের অর্জনে এ যাবতকালের স্বর্ণ আটকের সব রেকর্ড ভেঙে দেয় বিমানবন্দর কাস্টমস।

কাস্টমের সহকারী কমিশনার পারভেজ আল জামান বলেন, ২০১৩ সালে উদ্ধার করা হয়েছে ৮০ কেজি ৫৯০ গ্রাম স্বর্ণ। এর মধ্যে ৬৭১টি স্বর্ণবার ও ১২৮টি স্বর্ণের চেইন ছিল। ৬ হাজার ৮৬৭ তোলা ওজনের এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩৫ কোটি ২০ লাখ ৬৭ হাজার টাকা।

কিন্তু এ বছরের প্রথম চার মাসে আমরা ১৯২ কেজি ১৫৯ গ্রাম ওজনের এক হাজার ৬৪২টি স্বর্ণ বার উদ্ধার করি। এর মূল্য প্রায় ৮২ কোটি ১৫ লাখ ৯৬ হাজার টাকা।