ফিশ বল

0
158

কমবেশি সবাই মাছ খেতে পছন্দ করেন। সাধারণত রান্না বা ভেজে মাছ খাওয়া হয়। চাইলে বিকেলের নাস্তাতেও মাছ দিয়ে কিছু বানাতে পারেন। সেক্ষেত্রে মাছ দিয়ে তৈরি করতে পারেন ফিশ বল।

উপকরণ : পরিমাণমতো পানি, সামান্য হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণমতো তেল, ১ চা চামচ আদা কুচি, ১ চা চামচ রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১টা সেদ্ধ আলু, পরিমাণমতো ধনে পাতা কুচি, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণমতো পানি।

তৈরির পদ্ধতি : একটি পাত্রে পরিমাণমতো পানি নিয়ে তাতে লবণ ও হলুদ মিশিয়ে নিন। এখন ছোট ছোট টুকরো করে কেটে রাখা মাছগুলি দিয়ে সেদ্ধ করুন। এরপর সিদ্ধ করা মাছ থেকে কাঁটা বার করে দিন। ফ্রাইং প্যানে তেল গরম করে আদা-রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিন। তারপর তাতে সিদ্ধ করা মাছগুলি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর তাতে মরিচের গুঁড়া, লবণ, সিদ্ধ করে মেখে রাখা আলু দিয়ে ভালোভাবে মেশান। তারপর তাতে ধনে পাতা দিয়ে নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন। এরপর অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার, পানি দিয়ে ভালোভাবে মিশ্রিত করুন। আরেকটি পাত্রে ব্রেড ক্রাম্বস রাখুন। এরপর ম্যারিনেট করে রাখা মাছ ছোট ছোট বলের আকার করুন। কর্নফ্লাওয়ার ভালোভাবে ডুবিয়ে, ব্রেড ক্রাম্বস-এ মেখে গরম তেলে ফিস বলগুলো দিয়ে ভাজুন। যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙ হচ্ছে ততক্ষণ ভাজতে থাকুন। এরপর নামিয়ে সস ও মেয়োনিজের সাথে গরম গরম পরিবেশন করুন।