ফুটবলের তীর্থভূমিতে ফুটবল নাকি কলুষিত হয়েছে!

0
60

ফুটবলের তীর্থভূমিতে ফুটবল নাকি কলুষিত হয়েছে!

কিন্তু কীভাবে? কলম্বিয়ান এক ভদ্রলোকের দাবি, সেটা হয়েছে বাজে রেফারিং, হ্যান্ডবল, অফসাইড ও প্রচুর ফাউলের মাধ্যমে। সুতরাং এর দায় নিতে হবে ফিফাকেই। এজন্য ফুটবল নিয়ন্ত্রক আন্তর্জাতিক সংস্থাটির বিরুদ্ধে ক্ষতিপূরণের ১৩৩ কোটি ডলারের মামলাও করেছেন তিনি।

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার ৭৪ বছর বয়সী আইনজীবী অরেলিও জিমিনেজের দাবি, ‘ গেল বিশ্বকাপে ব্রাজিল-কলম্বিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালে রেফারিং এতই জঘন্য ছিল, সেটা সহ্য করতে না পেরে তিনি হৃদরোগে আক্রান্ত হন । এজন্য তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। যা তার শারীরিক ক্ষতি সাধনের সাথে আর্থিক ক্ষতিও করে। সেজন্যই ফিফার বিরুদ্ধে মামলা করেছেন জিমিনেজ।

ওই আইনজীবীর ভাষ্য, ‘ক্ষতিগ্রস্থ সবার পক্ষ থেকেই মামলা করেছেন তিনি। আর ক্ষতিপূরণ পেলে সেটা কলম্বিয়ার শিশুদের জন্য দান করবেন ৷ এখন দেখার বিষয় ফিফা সত্যি সত্যি ক্ষতিপূরণ দেয় কি না। অবশ্য এই মামলা করার পরে অনিবার্যভাবে যে প্রশ্ন উঠছে তা রেফারিং খারাপ হওয়ার দায়িত্ব কি ফিফা নেবে? অনেকেই মনে করছেন ফিফাই এর জন্য দায়ী। অন্যদিকে অনেকেই হেসে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।