ফুলকলির বর্জ্য নির্গমন : দশ লক্ষ টাকা জরিমান

0
302

তরল বর্জ্য পরিশোধনাগার অকার্যকর (ইটিপি) বন্ধ রেখে বাইপাস লাইনের মাধ্যমে উক্ত বর্জ্য নির্গমন করে পরিবেশ দুষণের দায়ে চট্টগ্রামের পটিয়াস্থ ফুলকলি এন্ড কোং নামে একটি প্রতিষ্ঠানকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ ২৭ মার্চ (বুধবার) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের অনুষ্ঠিত শুনানীকালে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় অবস্থিত মিষ্টান্ন ও বেকারী জাতীয় প্রতিষ্ঠান ফুলকলি এন্ড কোং এর অপরিশোধিত তরল বর্জ্যে পার্শ্ববতি সার্জেন্ট মহিউল খালে ফেলে আসছিল এতে করে এলাকার পরিবেশ দুষণ এবং পার্শ্ববতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। পরে তাদের নোটিশ করা হয়। এবং আজ শুনানীকালে ‘বর্জ্য শোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলে দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। এক মাসের মধ্যে ইটিপি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।’