ফুল চারাও ১৫০টি ফলের চারা রোপণ

0
71

পিরোজপুরের জেলা প্রশাসক এ.কে.এম. শামিমুল হক সিদ্দিকীর উদ্যোগে আজ রোববার দুপুরে জেলা প্রশাসক, সার্কিট হাউস ও জেলা প্রশাসকের আবাসিক ভবন প্রাঙ্গনে ৩০০টি ফুল চারাও ১৫০টি ফলের চারা রোপণ করা হয়েছে।

বৃক্ষ রোপনের সময় জেলা প্রশাসকের অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রোপনকৃত গাছের মধ্যে ৩০০টি বিভিন্ন প্রজাতির স্থানীয় ও বিরল প্রজাতির ফুলের চারা এবং ১৫০টি বিভিন্ন জাতের আমের চারা রয়েছে।

বৃক্ষ রোপণের ব্যাপারে জেলা প্রশাসক এ.কে.এম. শামিমুল হক সিদ্দিকী বলেন, ফুল ও ফলের গাছ শুধুমাত্র সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশের জন্যও গাছ খুবই উপকারি। এছাড়া পিরোজপুর শহরে উল্লেখযোগ্য কোন ফুলের বাগান না থাকায় তিনি গাছ রোপণের এই উদ্যোগটি নিয়েছেন।