ফেনীতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

0
89

শ্রমিকবিরোধী আইন বাতিলের দাবিতে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে ফেনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান সন্নিবেশন, শ্রমিকের দণ্ডে ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান যুক্ত করাসহ ৮ দফা দাবি ও ‘সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনীর দাবিতে ফেনী জেলা ট্রাক, কাভার, ভ্যান মিনি ট্রাক, বাস, মিনি বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় বক্তব্য রাখেন, ফেনী জেলা ট্রাক মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. শাহীন, শ্রমিক নেতা গিয়াস উদ্দিন বাবুল, সাইফুল ইসলাম, জাফর উদ্দিন বৈদ্য প্রমুখ।

সমাববেশে নেতারা বলেন, শ্রমিকদের জন্য ট্রেনিং সেন্টার সরকার চালু করেনি, রাস্তাঘাটে তারা নানা হয়রানি হচ্ছে, রাস্তার পাশে শ্রমিকদের জন্য গাড়ি পার্কিং টয়লেট কিংবা বিশ্রামের জায়গা তৈরি করা হয়নি। সরকার শ্রমিকদের জন্য মঙ্গলজনক কাজ না করে শ্রমিকদের জন্য কঠিন আইন করেছেন। মৃত্যুদণ্ডের দড়ি গলায় নিয়ে শ্রমিকরা রাস্তায় গাড়ি বের করতে চান না। তারা শ্রমিকবিরোধী আইনের কঠোর সমালোচনা করে তা দ্রুত বাতিলের দাবি জানান।