ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো সময়ের ব্যাপার মাত্র

0
111

লোহাগাড়ায় ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদল নেতা জসিম উদ্দীন
লোহাগাড়া প্রতিনিধী:
ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো সময়ের ব্যাপার মাত্রবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক জসিম উদ্দীন বলেন, ফ্যাসিবাদী আ.লীগ সরকারের পতন ঘটানো সময়ের ব্যাপার মাত্র। এ জালিম সরকার পতনের আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে সর্বস্তরের ছাত্রদলের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী ছাত্রদলের আন্দোলন চলছে, চলবে। আ.লীগ সরকার অবৈধ সরকার। বন্ধুকের নলের জোরে আ.লীগ সরকার টিকে রয়েছে। তাই আন্দোলনের মাধ্যমে তাদেরকে হটিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারকে বাধ্য করা হবে। আ.লীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। ভবিষ্যতে এর মাশুল দিতে হবে আ.লীগকে। গত ২৩ আগষ্ট শনিবার বিকেল ৩ টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়কারী মো: ফৌজুল কবির ফজলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দ: জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শহিদুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দ: জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, মো: বখতেয়ার উদ্দীন, মো: জমির উদ্দীন, মো: সালেহ জহুর, জেলা ছাত্রদল নেতা মো: সেলিম চৌধুরী, মহসিন খোকন, গাজী মনির, মো: ইকবাল, দিদারুল আলম ও নাজিম উদ্দীন। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ফারুকের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দ: জেলা ছাত্রদলের সদস্য আরফাত হোসেন, নুরুল আবছার, শোয়াইব আহমদ অর্ণব, আদনান কবির সুমন, সাইফুল ইসলাম, বেলাল উদ্দীন চৌধুরী, জামাল উদ্দীন, আবু সাঈদ সুজন, শোয়াইব হোসেন, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান রুবেল, মো: ইকবাল, মো: ফোরকান, মো: রফিক, মুসলিম উদ্দীন ও মো: রিয়াদ প্রমুখ। এ সম্মেলনে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ১০ জন করে ৯০ জন এবং ২টি কলেজ থেকে ২০ জন করে ৪০ জনসহ মোট ১৩০ জন প্রতিনিধি ও শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রতিজন প্রতিনিধির কাছ থেকে ৫ জন করে লিখিত সম্ভাব্য নেতৃবৃন্দের নামের তালিকা চাওয়া হবে। পরে চট্টগ্রাম দ: জেলা ছাত্রদল আগামী এক মাসের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে দ: জেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন জানিয়েছেন।