বঙ্গবন্ধুর আবির্ভাব পৃথিবীতে সংযোজিত করেছিল নতুন অধ্যায়

0
52

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা সভায়- রেজাউল করিম চৌধুরী
মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উৎসব প্রস্তুতি পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে-জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন-বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্থাপতি নন, তিনি বাঙ্গালী জাতির আলোর দিশারী হয়ে জাতির মুক্তি সংগ্রামকে অতীষ্ট লক্ষ্যে পৌছে দিয়েছিলেন-তিনি সারাবিশ্বের শোষিত মানুষের নেতা, মুক্তির প্রেরণা।

গতকাল ১৭ই মার্চ সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে “মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্ত্রী উৎসব প্রস্তুতি পরিষদ, চট্টগ্রাম” এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা হাসান মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্টের সভাপতি ও বিএমএ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ শফিউল আজম, উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল আনোয়ার চৌধুরী বাহার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর আজিম, ফরিদ নেওয়াজ, জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, হাজী সেলিম রহমান, মোজাম্মেল হক মানিক, সৈয়দা সেলিমা আক্তার, সংস্কৃতি কর্মী সুকুমার দে, অরুণ দাশ, রাখাল শর্মা, মহানগর যুবলীগ নেতা শওকত উল্লাহ সোহেল, কাইয়ুম রেজা, মহানগর ছাত্রলীগ নেতা মঈনুল হক মুন্না, তাজুদ্দিন তাজু।

পরে শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং জন্মদিনের কেক কাটা হয়।