বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় রাউজান পৌরসভার ১ চ্যম্পিয়ন

0
138

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানে বঙ্গবন্দ্বুৃ শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ডাবুয়াকে পরজিত করে রাউজান পৌরসভার ১ চ্যম্পিয়ন । ১৭ সেপ্টেম্বর সোমবার বিকালে রাউজান হাইস্কুল মাঠে অনুষ্টিত বঙ্গবন্দ্বুৃ শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ডাবুয়া ইউনিয়ন মহাকবি নবীন চন্দ্র সেন একাদশ প্রতিদন্দ্বিতা করে রাউজান পৌরসভা ১ বীর শ্রেষ্ট আবদুর রউফ একাদশের সাথে । খেলায় একে অপরকে গোল করতে পারেনি । পরবর্তী ট্রাইবেকারে রাউজান পৌরসভা ১ বীর শ্রেষ্ট আবদুর রউফ একাদশ ডাবুয়া ইউনিয়ন মহাকবি নবীন চন্দ্র সেন একাদশ ১ গোলে পরাজিত করে রাউজান পৌরসভা ১ বীর শ্রেষ্ট আবদুর রউফ একাদশ চ্যম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করে । খেলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার রেফারি মোঃ জয়নাল আবেদিন, সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন মাঈন উদ্দিন ও নরুল গণি। খেলা শেষে রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত পুরস্কার বিতরনী সভায় চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে গোল্ডকাপ তুলে দেয় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । এতে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা,রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ,রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান.রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান দিদারুল আলম,শফিকুল ইসলাম চৌধুরী, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সুকুমার বড়–য়া, ভুপেশ বড়–য়া, সাহাবুউদ্দিন আরিফ,সৈয়দ আবদুল জব্বার সোহেল, রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন ।