বঙ্গবন্ধু বেঁচে আছেন স্বপ্নের সীমানায়-গৌরবের আকাঙ্খায়

0
64

বিজয় ৭১’র উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অদ্য ১২ আগস্ট ২০১৮ইং রবিবার বিকাল ৪ টায় “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী টি কে সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিজয় ৭১’র সাধারণ সম্পাদক ডাঃ আর কে রুবেল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক ডাঃ মাহফুজুর রহমান, কলামিষ্ট ড.মাসুম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী, সিভাসু’র অধ্যাপক ড. রায়হান ফারুক, ডা. জামাল উদ্দিন, সমাজকর্মী নোমান উল্লাহ বাহার, ছাত্রনেতা বোরহান উদ্দিন গিফারী, ডা. এস.কে. পাল সুজন, ডা. রাজীব চক্রবর্ত্তী, সাংবাদিক সমীরণ পাল প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, বঙ্গবন্ধু বেঁচে আছেন স্বপ্নের সীমানায়-গৌরবের আকাঙ্খায়। যতদিন বাংলাদেশ থাকবে বাঙালি থাকবে, থাকবে পদ্মা, মেঘনা যমুনা ততদিন শোকের এ অম্লান স্রোতধারা বহমান থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে ড. গাজী সালেহ উদ্দিন বলেন, দুঃখী মানুষের জীবন বদলানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডা. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে প্রেরণার উৎস, তাই আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নকামী দেশ হিসেবে অভিসিক্ত হয়েছে। ড. মাসুম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ এগিয়ে চলেছে বঙ্গকন্যার নেতৃত্বে। বিজয় ৭১’র প্রধান সমন্বয়কারী সজল চৌধুরী বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা রূপায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী শিহাব বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষণ প্রদান করেন।