বঙ্গবন্ধু শিল্পনগরে ৭ লাখ লোকের কর্মসংস্থান হবে

0
130

মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৭ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

বুধবার (৩ এপ্রিল) সকালে দেশের সর্ববৃহৎ শিল্পনগরের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ তথ্য জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীর সোনাগাজী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই চরাঞ্চলের প্রায় ৩০ হাজার একর এলাকাজুড়ে অবস্থিত এ শিল্পনগরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আশা করছি, বিনিয়োগের এ পরিমাণ ১ হাজার ২০৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফেনী-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমই এর সাবেক প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।