বঙ্গবন্ধু শিশুদেরকে খুবই গুরুত্ব দিতেন-ছালাম

0
105

ছালামজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৫ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা গতকাল মঙ্গল বিকেলে কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। সভায় তিনি বলেন, সব শিশুর মাঝেই বিদ্যমান থাকে জাতীয় ও সামাজিক উন্নয়নের চাবিকাঠি। কোমলপ্রাণ শিশুদের যতেœর সাথে গড়ে তুলতে পারলে তারাই হবে জাতির দিক নির্দেশক ও আলোর দিশা। বঙ্গবন্ধু শিশুদেরকে খুবই গুরুত্ব দিয়ে স্নেহ ও মমতাময় দৃষ্টিতে দেখতেন। কারণ তিনি জানতেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তিনি বিশ্বাস করতেন তিনি যখন বাংলার নিভৃত পল্লীতে জন্ম নিয়ে ও তার শিক্ষা জীবন শুরু করে আপন কর্মগুনে জাতির আশা আকাঙ্খার প্রতীক হয়ে ওঠতে পেরেছেন, তখন আজকের শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাই এগিয়ে নিয়ে যেতে পারবে জাতিকে। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের নির্যাতীত-নিপীড়িত-লাঞ্ছিত-বঞ্চিত মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির হৃদয় জুড়ে মৃত্যুঞ্জয়ী হয়ে আজীবন বেঁচে থাকবেন। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন আমাদের প্রেরণার উৎস। তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। মো. রফিকুল আলমের সভাপতিত্বে ও মো. নাজিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস.এম আনোয়ার মির্জা, নাজিম উদ্দিন চৌধুরী, মো. ফারুক, হাছান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, আবুল হাসেম, জসিম উদ্দিন, শেখ আহম্মদ, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ হানিফ খান প্রমুখ নেতৃবৃন্দ।