বনাঞ্চলের পরিমাণ বাড়াতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার ড. হাছান মাহমুদ

0
196

সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী . হাছান মাহমুদ বলেন,‘বর্তমান সরকার বনাঞ্চলের পরিমাণ বাড়াতে পরিবেশের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ প্রকল্প গ্রহণ করেছে। এসব পদক্ষেপ প্রকল্প আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ মেলার উদ্বোধন করেন এবারের মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন

tree-fair-bg20130608073238

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক খালেদ মিছবাহুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, চট্টগ্রামের বন সংরক্ষক আকবর হোসেন, সিটি কর্পোরেশনের সচিব এম শামসুদ্দোহা চসিকের পরিবেশ স্ট্যান্ডিং কমিটিরি চেয়ারম্যান কাউন্সিলর জহর লাল হাজারী প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী কাউন্সিলর রেহেনা কবির রানু

বন পরিবেশমন্ত্রী . হাছান মাহমুদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চসিককে দুটি ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি উপহার দেন