বন্দর কর্তৃপক্ষের ওয়াটার ট্রিটমেন্ট প্যান্ট চালু হবে আজ

0
47

চালু হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) ইন্সটলেশন অব সারফেস ওয়াটার ট্রিটমেন্ট নামের অত্যাধুনিক পানি শোধনাগার। ২৩ কোটি টাকার বিনিময়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে এবিএম ওয়াটার কোম্পানি। শনিবার নৌমন্ত্রী শাজাহান খান এটি উদ্বোধন করবেন।

চবকের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জাফর আলম জানান, বন্দরের নিজস্ব অর্থায়ন এবং ইতালির কারিগরি সহায়তায় পানি শোধনাগারটি নির্মিত হয়েছে। চট্টগ্রাম ওয়াসা বন্দরের পানির চাহিদা মেটাতে হিমশিম খাওয়ায় চবক দুই বছর আগে এটি স্থাপনের উদ্যোগ নেয়।

তিনি আরও জানান, শোধনাগারটি শনিবার দুপুরে নৌমন্ত্রী শাজাহান খানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

এবিএম ওয়াটার কোম্পানির প্রকৌশলী আব্দুল্লাহ-আল-ফারুক জানান, চট্টগ্রাম ওয়াসার ওপর নির্ভরশীল না থেকে বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেলে সুপেয় পানি সরবরাহ করা যাবে এ প্ল্যান্ট থেকে। পাশাপাশি স্থানীয় চাহিদাও মেটানো যাবে। ঘণ্টায় চার লাখ লিটার পানি শোধন করা যাবে এ প্ল্যান্ট থেকে।

তিনি আরও জানান, তিনটি উৎস থেকে প্লান্টে পানি ব্যবহার করা হবে। কর্ণফুলী নদীর পানি, বৃষ্টির পানি ও ভূগর্ভস্থ পানি।