বন্যার পানির নিচে তলিয়ে আছে ফসলি জমি

0
50

বন্যার পানির নিচে তলিয়ে আছে ফসলি জমি, রোপা আমন ধানসহ মৌসুমি বিভিন্ন সবজি। কৃষি বিভাগ বলছে, বন্যার পানি সম্পূর্ণ নেমে না যাওয়া পর্যন্ত কৃষির ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব নয়।

বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সুনামগঞ্জের কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত বন্যার পানিতে চার হাজার হেক্টর জমির রোপা আমন ধান ভেসে গেছে।

গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ৬০টি গ্রামের রোপা আমন, বীজতলা, শাকসবজি ও অন্যান্য ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাট ক্ষেতের।

নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্থ ভিজিএফ কার্ড ধারি কৃষকদের ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে।