বর্তমান প্রজন্ম আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার হবে

0
68

স্বেচ্ছাসেবী সংগঠন পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার(পিএসটিসি) এবং ইউবিআর প্রকল্পের এক মতবিনিময় সভায় মেয়র

স্বেচ্ছাসেবী সংগঠন পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার(পিএসটিসি) এবং ইউবিআর প্রকল্পের এক মতবিনিময় সভা ২৯ ডিসেম্বর ২০১৬ খ্রি. বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কেবি আচদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও এনজিও সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। সভায় পিএসটিসি’র সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নুর উদ্দিন তাদের প্রকল্পের প্রথম ফেইজ এর কার্যক্রমের বিস্তারিত স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন এবং ২য় ফেইজ এর ভবিষ্যৎ কার্যক্রমের উপর প্রস্তাবিত পরিকল্পনা তুলে ধরেন। সভায় আঞ্চলিক সমন্বয়কারী পিএসটিসি’র যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত তরুনদের ভাবনা, শিশু কিশোরদের শারিরিক ও মানসিক পরিবর্তন সংক্রান্ত যৌন নিপিড়ন ও নির্যাতন, বিষন্নতা, মানসিক চাপ, বাল্য বিবাহ, সম্পর্কের জটিলতা, মনোঃযৌন সমস্যা,নিরাপদ যৌন আচরন সহ নানা বিষয় এর তথ্য উপাত্ত তুলে ধরেন। এ প্রতিষ্ঠানটি ১০-২৪ বছর বয়সের বিবাহিত ও অবিবাহিত শিশু কিশোর ও যুবকদের উপর সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সভার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার এবং ইউনাইট ফর বডি রাইটস প্রোগ্রাম কার্যক্রমের প্রশংসা করে বলেন, নগরীর ১০ টি ওয়ার্ডে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার উন্নয়ন, সমন্নিত যৌন শিক্ষা, যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা দূরিকরণ,তরুনদের জীবন-যাপন, ভাল-মন্দ, আনন্দ-উল্লাস, শরীর-মন,চাওয়া-পাওয়া ইত্যাদি বিষয়গুলোকে পারিবারিকভাবে অনুধাবন করতে হবে। তাদেরকে নীতিনৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিবাবক উভয়কেই দায়িত্ববান হতে হবে। আধুনিক প্রযুক্তি অনেককে বিপদগামী করতে পারে সেদিকেও নজর রাখতে হবে। মেয়র আশা করেন বর্তমান প্রজন্ম আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার হবে। তাদেরকে অবশ্যই মুল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পিএসটিসি’র পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সভায় কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, কফিল উদ্দিন খান, সরংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসি, ফারজানা পারভিন,প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সৈয়দ ওমর ফারুক,প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম, পিএসটিসি ও ইউবিআরএল এর সুজন ভট্টচার্য্য, দয়াল হরিপাল, বিটুদাশ গুপ্ত, সৌরভ বড়–য়া, ফরিদা পারভিন, উমা বোস, উম্মে হাবিবা জেরিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।