বর্ষার সর্তা খাল যেন কাঠ পাচারকারীদের তীর্থ

0
151

শফিউল আলম, রাউজান প্রতিনিধি ঃ পার্বত্য জেলা রাঙ্গামাটির বামাছড়ি, শুকনা ছড়ি, লক্ষিছড়ি সহ পাবর্ত্য জেলার বিভিন্ন এলাকার পাহাড় থেকে সেগুন, গামরী সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ নিধন করে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বামাছড়ি বাজারে এনে স্তুপ করে রাখে এলাকার প্রভাবশালী কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা । সর্ত্ওা খাল দিয়ে পার্বত্য চট্ট্রামের বিভিন্ন এলাকা থেকে নিধন করা ওড়া বাশ, পাইয়া বাশ সর্তা খালের উজানে এনে চালা বেধে রাখে কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা । বামাছড়ি এলাকা থেকে সর্তা খালে বাশের চালার উপর পাহাড় থেকে নিধন করা সেগুন ও গামরী সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ বসিয়ে বাশের চালার সাথে ভাসিয়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ক্ষিরাম, কমিটির হাট, রমজুর হাট, রাউজান উপজেলার হলদিয়া, উত্তর সর্তা, গর্জনিয়া, আমির হাট চিকদাইর হক বাজার, দক্ষিন সর্তা, গহিলা ইউনিয়নের দলই নগর, নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাট, ফতেহ নগর বাশডুয়া তল, কালচান্দ চৌধুরী হাট এলাকায় এনে সর্তা খাল থেকে বাশের চালার উপর থেকে সেগুন, গামরী সহ বিভিন্ন প্রজাতির গোল গাছ খালের তীরে গড়ে উঠা কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের করাত কলে স্তুপ করে রাখে । করাত কলে পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ী এলাকা থেকে নিধন করা আনা সেগুন ও গামরী গাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ সাইজ করে অবৈধ কাঠ পাচারকারীরা ট্রাক, জীপ, টমটম ভর্তি করে রাউজান, ফটিকছড়ির বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম শহর ও দেশের বিভিন্ন এলাকায় পাচাঁর করে আসছে । সর্তা খাল দিয়ে শুস্ক মৌসুমে খালে পানি কম থাকায় বাশের চালার সাথে কাঠ পাচার কম হলে ও বর্সার মৌসুমে সর্তা খালের মধ্যে পাহাড়ী ঢলের শ্রোত হলে বাশের চালার সাথে বেধেঁ প্রতিদিন কোটি কোটি টাকার কাঠ অবৈধ ভাবে পাচার করছে কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা । প্রতিনিয়ত সর্তা খাল দিয়ে বাশের চালার সাথে কাঠ পাচার করলে ও বনবিভাগ ও সংলিষ্ট প্রশাসন নিরবতা পালন করে আসছে । এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধিন ইছামতি রেঞ্জের অদিনে পরিচালিত রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আবদুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন সর্তা খাল দিয়ে কাঠ পাচারের বিষয়টি দেখভাল করার দায়িত্ব সর্তা বন বিভাগের বিটের কর্মকর্তা কর্মচারীদের। সর্ত্ াখাল দিয়ে কাঠ পাচারের সংবাদ পেলে আমারা অভিযান করে অবৈধ ভাবে পাচার করা কাঠ আটক করি, কাঠপচারকারীদের বিরুদ্বে মামলা দায়ের করি । কাঠ পাচারের সংবাদ না পাওয়ার কারনে অভিযান করতে পারেনি । রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আবদুর রশিদের কাছে জানতে চাইলে গত এক বৎসরের মধ্যে সর্তা খালে কোন অভিযান করা হয়েছে কিনা জানতে চাইলে গত এক বৎসরের মধ্যে সর্তা খালে কাঠ পাচারকারীদের বিরুদ্বে কোন অভিযান করা হয়নি বলে জানান ।