বহিনোঙ্গরে বিদেশী জাহাজে অগ্নিকান্ড

0
49

বহির্নোঙ্গরে ছয়দিন ধরে বন্ধ রয়েছে পণ্য খালাস

নিজস্ব প্রতিবেদক, নিউজচিটাগাং২৪.কম ::

সিগারেটের আগুনে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে বিদেশী একটি জাহাজে অগ্নিকান্ডের
ঘটনা ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাহাজটির ৫ নাম্বার হোল্ডে (মালামাল রাখার
স্থান) অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

বন্দর সূত্র জানায়, বার্ল হেলো নামে স্টিল কয়েলবাহী একটি বিদেশী জাহাজ চট্টগ্রাম
বন্দরের বহিনোঙ্গরের আলফা অ্যাংকর এলাকায় অবস্থান নেয়। বৃহস্পতিবার বেলা
১২টার দিকে জাহাজের কর্মকর্তারা ৫ নাম্বার হোল্ডে ধোঁয়া দেখতে পান। ওই
হোল্ডটির তাপমাত্রা ছিল তখন ৬৫ ডিগ্রি সেলসিয়াস। পরে বিকেল ৫টার দিকে ৪৫
ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা।

জাহাজে অগ্নিকান্ডঅতিরিক্ত তাপমাত্রায় বিস্ফোরণের আংশকায় হোল্ডের হেড কাভার খুলেননি জাহাজের
কর্মকর্তারা। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে বন্দরের ওই সূত্র।

বিষয়টি স্বীকার করে বিদেশী জাহাজটির এজেন্ট ইউনিক মেরিটাইম লিমিটেডের
কর্মকর্তা মোসতাক আলী নিউজচিটাগাং২৪.কমকে বলেন, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন জাহাজটির কর্মকর্তারা। বন্দরের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করবেন। এরপর ক্ষয়ক্ষতির পরিমাণ
জানা যাবে।