বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য বাঙালিদের আহবান-প্রধানমন্ত্রী

0
78
ফাইল ছবি

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য প্রতিটি বাঙালির প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুনাবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চার দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সর্বস্তরে বাংলার চর্চা বাড়ানের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার চর্চা ও একে রক্ষা করতে হবে। মাতৃভাষা ছাড়া কোন কিছুই সম্ভব না। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অমর একুশে এখন সকল মাতৃভাষাভাষির কাছে পরিচিত একটি দিবস ও প্রেরণা। আমরা বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস ঘোষণা করার পেছনে কানাডাপ্রবাসী বাংলাদেশী রফিকুল ইসলামসহ কয়েকজনের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির শিক্ষা, চেতনা ও প্রেরণা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। সকল মাতৃভাষাভাষি এখন তাদের স্বকীয়তা রক্ষায় উজ্জীবিত। এ প্রচেষ্টা বিশ্ব থেকে জাতিগত কিংবা ভাষাগত প্রাধান্য বিস্তারকারী মানসিকতার অবসান ঘটাবে। বিশ্বের বিপন্ন ভাষাগুলো এর ফলে আবার প্রাণ পাবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব মানুষকে মূলস্রোতে না আনা গেলে সুষমভাবে উন্নয়ন ও অগ্রগতি অর্জন করা যাবে না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিশুরা যাতে মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা পেতে পারে, সরকার সেজন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কোন ভাষার প্রকৃত বিকাশ তখনই হতে পারে, যখন ভাষাটি জ্ঞান-বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিতে ব্যবহার করা হয়। বাংলাদেশে ইতিমধ্যে তা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ অধ্যাপক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জিনাত ইমতিয়াজ আলী।