বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা দেশের মান একেবারে বিলীন হতে দেননি

0
103

বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা দেশের মান একেবারে বিলীন হতে দেননি। ছেলেদের চেয়ে তাদের খেলার প্রতি যে বেশি দায়বব্ধতা তা তারা আবারও প্রমাণ করেছেন। বিশ্বকাপ আসরে তারা দুটি খেলায় জয় পেয়েছে। গ্রুপ পর্বে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম বড় জয়ের স্বাদ পায়। আর বৃহস্পতিবার তারা হারায় আয়ারল্যান্ডকে। এই জয়ের ফলে বাংলাদেশ মহিলা টি-২০ বিশ্বকাপে নবম স্থান পেয়েছে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশের ১০৬ রানের জবাবে আইরিশরা অলআউট হয় মাত্র ৮৯ রানে। জরের নায়ক এবারও বোলার পান্না ঘোষ। ৪ উইকেটে ৫৯ রান করে আয়ারল্যান্ডের মেয়েরা জয়ের স্বপ্ন দেখছিলেন তখনই বাংলাদেশের পক্ষে খেলার মোড় ঘুরিয়ে দেন সালমা খাতুন। তিনি জয়েসকে আউট করে হেওয়ার্ডের সঙ্গে ২৮ রানের জুটির বিচ্ছেদ ঘটান। এর পরের কাজটুকু সারেন পান্না। ২৫ রানে তিনটি উইকেট নেয়া ছাড়াও একটি রান আউটেও ভ’মিকা ছিল তার। অধিনায়ক সালমা মাত্র ৮ রানের বিনিময়ে নেন ২টি উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের স্কোর ১০০ পার করিয়ে নিতে সবচেয়ে বেশি রান করেন শারমিন আকতার। এই ওপেনার ৪৬ বল খেলে করেন ৩৫ রান।