বাংলাদেশে এবোলা ভাইরাস প্রতিরোধে ৯০ দিনের সতর্কতামূলক কর্মসূচি

0
88

বাংলাদেশে এবোলা ভাইরাস প্রতিরোধে ৯০ দিনের সতর্কতামূলক কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত এক সভা শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান অনুযায়ী এ বিভিন্ন সতর্কতামূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া ভাইরাসটি প্রতিরোধমূলক কার্যক্রম তদারকির জন্য স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে এ ব্যবস্থার অংশ হিসেবে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া দেশগুলো থেকে আসা সব যাত্রীকে বিমানবন্দরে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদেশ থেকে আসা কারো দেহে এবোলা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হলে তাকে আলাদা করা হবে। এ জন্য বিমানবন্দরের কাছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড খোলা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এবোলা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। এ ভাইরাসে আক্রান্ত হলে উচ্চ তাপমাত্রার জ্বর, রক্তক্ষরণ, স্নায়ুতন্ত্রের ক্ষতি, ডায়রিয়া ও বমির মতো উপসর্গ দেখা দেয়। সংক্রমণের পর রোগের লক্ষণ প্রকাশ পায় ২ থেকে ২১ দিনের মধ্যে। এ পর্যন্ত এবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩২ জন।