বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
63

গত ১১ মার্চ শনিবার সন্ধ্যা ৭ টায় মোমিন রোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্র এর বিহার পরিচালনা সংক্রান্ত সার্বিক পরিস্থিতির আলোকে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল কমিটি, প্রচার সংঘ যুব, নবপণ্ডিত বিহার পরিচালনা কমিটি, চট্টগ্রাম মহানগর সার্বজনীন বিহার পরিচালনা কমিটির যৌথ সমন্বয়ে কাতালগঞ্জস্থ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ ভদন্ত অধ্যাপক উপানন্দ মহাথের’র সভাপতিত্বে অধ্যাপক ড. সুব্রত বরণ বড়–য়া ও মিথুন বড়–য়ার সঞ্চালনায় এক যৌথ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দকে বিহারাধ্যক্ষ ভদন্ত এস শাসন বংশ থের চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তার সুচনা বক্তব্যের মাধ্যমে অবগত করান। এর আলোকে সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত অধ্যাপক সুনন্দ মহাথের, মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের, কাতালগঞ্জ নব-পণ্ডিত বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত অধ্যাপক উপানন্দ মহাথের, প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়–য়া, সহ-সভাপতি স্বদেশ কুসুম চৌধুরী, সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার, বাবু কমলেন্দু বিকাশ বড়–য়া, বিনয় ভূষণ বড়–য়া, প্রকৌশলী বিধান চন্দ্র বড়–য়া, প্রচার সংঘ যুব এর সভাপতি পুষ্পেন বড়–য়া কাজল, সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়–য়াকে নিয়ে ১১ (এগার) সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করা হয়। উক্ত পরামর্শক কমিটি চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা ও উন্নয়ন কমিটিকে পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদানের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দিক নির্দেশনা মূলক আলোচনা করেন প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবপ্রিয় বড়–য়া, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়–য়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়–য়া, স্বদেশ কুসুম চৌধুরী, দুলাল কান্তি বড়–য়া দুলু, অঞ্চল কুমার তালুকদার, কমলেন্দু বিকাশ বড়–য়া, বিনয় ভূষণ বড়–য়া, ত্রিদ্বীপ কুমার বড়–য়া, উত্তম কুমার বড়–য়া, প্রকৌশলী বিধান চন্দ্র বড়–য়া, রবীন্দ্র লাল বড়–য়া, রূপায়ন বড়–য়া, অলক বড়–য়া বিটু, চরণ প্রসাদ মুৎসুদ্দী, রূপম বড়–য়া প্রমুখ।