বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের দুই দিন ব্যাপী কর্মশালা

0
141

 

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ,চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজনে দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশে কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড. জিয়া উদ্দিন। জামাল ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠাােন উপস্থিত ছিলেন। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু কৃষ্ণ লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সভাপতি শ্যাম বাবু, নব নির্বাচিত সভাপতি বিৃষ্ণু দাশ, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পান্নালাল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, সেবকদের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৪ তলা বিশিষ্ট সাতটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর জন্য ব্যয় হবে প্রায় ২৩২ কোটি টাকা। নির্মিতব্য এই ভবনের মধ্যে রয়েছে পাথরঘাটা সেবক কলোনি ৩টি, জামালখান ঝাউতলা সেবক কলোনিতে ২টি, ফিরিঙ্গীবাজার সেবক কলোনিতে ১টি ও সাগরিকায় ১টি। প্রতিটি ভবণ হবে ১৪তলা। এই ভবনগুলোতে মোট ১ হাজার ৩০৯টি ফ্ল্যাট হবে। প্রতিটি ফ্ল্যাট এর আয়তন কমন স্পেসসহ হবে ৬০৫বর্গফুট। এই বর্গফুটের মধ্যে থাকবে ২ বেডরুম, ১টি ড্রয়িং কাম ডাইনিং,ধর্মীয় উপসনালয়, টয়লেট, ওয়াস এবং ২ লিফট, জেনারেটর কমনস্পেস এর কথা সভায় তুলে ধরেন মেয়র। এই সেবক নিবাস নির্মাণে সংশ্লিষটদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন মেয়র।