বাইজিদে র‌্যাবের গাড়িতে ককটেল হামলা,সীতাকুন্ডে ভোট কেন্দ্রে আগুন,ডিসি হিল থেকে ৩৫ শিবিরকর্মী আটক

0
101

সীতাকুন্ড>>দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের একদিন আগে সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর পশ্চিম আমিরাবাদ ইউনিয়নরে সৈয়দ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে টানানো সামিয়ানা ও ৩টি বুথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় যৌথবাহিনীর অভিযান জোরদার করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এদিকে ফেনীর দাগনভূঞায় বৃহস্পতিবার রাতে সাতটি ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে, আংশিক পুড়ে গেছে অন্য ভোটকেন্দ্রগুলো।

ডিসি হিলনাশকতার পরিকল্পনাকালে শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ডিসি হিল থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নেজাম উদ্দিন জানান, নির্বাচনকে কেন্দ্র করে নগরীর বিভিন্নস্থানে নাশকতার সৃষ্টির লক্ষ্যে পার্কে আড্ডা দেয়ার নামে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই পার্ক থেকে ৩৫ জনকে আটক করে।

যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি নেজাম।