বাচাইবাড়ি এলাকায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা

0
94
ফাইল ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের বাচাইবাড়ি এলাকায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।

গতকাল সোমবার দিবাগত রাতে স্থানীয়দের গণপিটুনিতে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), একই গ্রামের সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিহত তিন জন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাতে তাদের ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের বাচাইবাড়ি এলাকার লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই করম আলী ও সুজন মিয়া নিহত হন। আহত আক্কল মিয়া জীবন বাঁচাতে খোয়াই শহরের একটি হাসপাতালে ভর্তি হলে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চুনারুঘাটের গাজীপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা তিনজন নিহতের ঘটনার সত্যতা বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি, তদন্ত করে দেখছি।’

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।