বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ

0
83

বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশশক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ দল।

ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে জয়োল্লাসের উপলক্ষ্য এনে দেন স্কুল ফুটবলার (অষ্টম শেণির ছাত্রী) সানজিদা আক্তার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় পেনাল্টি নেয়ার সময় ভয় পেয়েছিল কিনা? সাবলিলভাবে ময়মনসিংহের এই কিশোরী উত্তর দেন ‘ডরাইছিনা’।

তিনি আরো বলেন, ‘আমি অনুশীলনের সময় যে পাশ দিয়ে শট নিতাম ঠিক সে পাশ দিয়েই নিয়েছি। গোল হওয়ার পর ভীষণ ভালো লেগেছে।’ সানজিদা ছাড়াও আরো পাঁচ ফুটবলার নিয়মিত পেনাল্টি কিক অনুশীলন করেছিল।

এদিকে জর্ডানের সহকারী কোচ হায়া এমএ কাতামি বাংলাদেশের এমন পারফরম্যান্সে বিস্মত, ‘আমি বিস্মিত। বাংলাদেশের মেয়েরা অনেক ভালো খেলেছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। আজকে আমাদের মেয়েরা নিজেদের সেরাটা দিতে পারেনি। আশা করছি পরবর্তী ম্যাচে আমরা ভালো করতে পারব।’

বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘মেয়েরা আজ শতভাগ দিয়ে খেলেছে। ম্যাচের আগে আমি তাদের বলেছিলাম দেশের জন্য খেল। তোমাদের বাবা মায়ের জন্য খেল। জর্ডানের মেয়েরা ধনী পরিবারের। তোমরা সবাই সংগ্রামী পরিবার থেকে উঠে আসা। তোমরা খেল। ম্যাচে হার জিত থাকতেই পারে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় তার নিজ নিজ জায়গা থেকে সেরাটা খেলেছে। ১১ জন খেলোয়াড়ই একসঙ্গে খেলেছে। আমি আগেই তাদের বলেছিলাম যে যেখানে খেল না কেন, নিজের সেরাটা দিয়ে খেলতে হবে। মেয়েরা পুরো ৯০ মিনিটই দারুণ খেলেছে। ম্যাচের শুরু থেকেই আমার মনে হয়েছিল ম্যাচটি আমরা জিততে যাচ্ছি।’

ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশ দলের জাহান মৌসুমী বলেন, ‘ওরাও মেয়ে। আমরাও মেয়ে। তারা আমাদের চেয়ে এগিয়ে থাকলেও ঘরের মাঠে আমাদের সেরাটা খেলতে হবে। শারীরিকভাবে তাদের চেয়ে আমরা পিছিয়ে ছিলাম। কিন্তু মানসিকভাবে এগিয়ে ছিলাম। জিততে পারায় খুব ভালো লাগছে।’