বাজারে আসছে এন্ড্রয়েড চশমা

0
113

এন্ড্রয়েড চশমাস্মার্ট ঘড়ি বানানোর পর গুগুল এক নতুন স্মার্ট গেজেট তৈরির কাজ শুরু করে দিয়েছে৷ এটি হল স্মার্ট চশমা, চোখে পরলেই তাতে ইন্টারনেট দুনিয়ার সাথে যোগাযোগ করা যাবে। এ চশমাকে এন্ড্রয়েড চশমাও বলা হয়। এই চশমাকে আরও স্টাইলিশ করার জন্য গুগুল আমেরিকান কোম্পানি রে-ব্যান ও ওকলে ফ্রেমসের সাথে যোগ দিয়েছে৷ ইটালিয়ান কোম্পানি লখজাটিকা গুগুলের এই যৌথ প্রকল্পটির ঘোষণা করে৷ এই স্মার্চ চশমা ফ্যাশনকে ইন্টারনেটের সাথে যুক্ত হতেও সাহায্য করবে৷

চশমাটির ফ্রেমের ডান দিকে থাম্বনেইল মাপের স্ক্রিন থাকবে যা ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটারের কাজ করবে৷ চশমাটিতে ক্যামেরার সংযোজনও করা হবে যার সাহায্যে ছবি ও ভিডিও তোলা সম্ভব হবে৷ এ গ্যাজেটের দাম হবে ১৫০০ ডলার৷ এ চশমার বিপণনের ক্ষেত্রে লখজাটিকা মুখ্য ভূমিকা পালন করবে৷ লখজাটিকা গ্রুপের গোটা আমেরিকায় প্রায় ৫ হাজার স্টোর রয়েছে যেখানে এই চশমা খুব সহজেই পাওয়া যাবে৷ এছাড়াও এ স্মার্ট চশমা সাধারন মার্কেটেও পাওয়া যাবে৷