বান্দরবানের থানছিতে অস্ত্রের গুলি’সহ ৩ সন্ত্রাসী আটক

0
76

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানছি’তে আগ্নেয়াস্ত্রের গুলি’সহ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের ৩ সদস্যকে আটক করেছে বিজিবি। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, জেলার থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়নের শৈরাং ত্রিপুরা পাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রের ৪ রাউন্ড গুলি’সহ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের ৩ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন-মেনথক ম্রো (২৮), মেনপং ম্রো (২২) এবং মংএচিং মারমা (৩৫) এদের বাড়ী জেলার আলীকদম উপজেলা বলে জানাগেছে। ধারণা করা হচ্ছে আটক সন্ত্রাসীরা মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান লিবারেশন পার্টি (এএলপি) এবং দেশীয় সশস্ত্র গ্রুপ ম্রো ন্যাসনাল পার্টি (এমএনপি) সক্রিয় সদস্য। তবে আটক সন্ত্রাসীরা ত্রিপুরা ন্যাসনাল পার্টির নামে শৈরাং ত্রিপুরা পাড়ায় চাঁদা দাবী করেছিল। আটকের পর অস্ত্রের গুলি’সহ আটকদের থানছি থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। এদের বিরুদ্ধে থানছি থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া ৩৩ বিজিবি কমান্ডার লে: কর্ণেল হাবিব জানান, অস্ত্রের গুলি’সহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এরা শৈরাং ত্রিপুরা পাড়া’সহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের চাঁদা আদায় করে আসছিল।