বান্দরবানের রুমায় ৭ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন কাজের উদ্ধোধন

0
65

৭টি প্রকল্প
বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের রুমায় উপজেলা কমপ্লেক্স ভবন’সহ প্রায় ৭ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজগুলোর উদ্ধোধন-ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উন্নয়ন কাজগুলো হচ্ছে- স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) অর্থায়নে ৫ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ, ৯০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে বড়ুয়া পাড়া আরসিসি সেতু নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রুমা দি বম অ্যাসোসিয়েশনের ভবন উদ্বোধন, ১৬ লক্ষ টাকা ব্যয়ে মুরুংগ বাজার জামে মসজিদ নির্মাণ, এবং ৩০ লক্ষ টাকা ব্যয়ে রুমা সদর রেষ্টহাউস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পর থেকে পার্বত্যাঞ্চলে উন্নয়নের ছোয়া লেগেছে। আওয়ামীলীগ সরকার পার্বত্যবাসীর উন্নয়নে অত্যন্ত আন্তরিক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পাহাড়ের মানুষের সার্বিক উন্নয়ন তরান্বিত করতে চায় সরকার। তিনি আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আন্তরিক আওয়ামীলীগ সরকার। কিন্তু চুক্তি বাস্তবায়নের পাহাড়ের রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোর সহযোগীতা প্রয়োজন। অথচ চুক্তি বাস্তবায়নে সরকারকে সহযোগীতা করা হচ্ছেনা। উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে দিয়ে চুক্তি বাস্তবায়নের প্রচেষ্ঠা চালাচ্ছে একটি গোষ্ঠী। মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। অস্ত্রের দাপট দেখিয়ে, উন্নয়ন বাধাগ্রস্ত করে চুক্তির বাস্তবায়ন কোনোদিনও সম্ভব নয়। চুক্তি বাস্তবায়নে পাহাড়ের মানুষের সদিচ্ছা লাগবে। প্রয়োজন বন্ধু সুলভ আচরণ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রুমা সেনা জোন কমান্ডার লে.কর্ণেল গোলাম আরিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, বান্দরবান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.মনিরুজ্জামান, রুমা,উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.চালেহ তস্তুরী, পার্বত্য প্রতিমন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী’সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।