বান্দরবানে চার উপজেলায় ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন.আজ ভোট

0
106

বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে চার উপজেলায় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার ২৭ ফেব্রুয়ারী সকাল ৮ থেকে জেলার লামা, রুমা, থানছি এবং রোয়াংছড়ি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চার উপজেলার দূর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন ১১টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা রিটানিং অফিসার ইসরাত জামান জানান, ২৭ ফেব্রুয়ারী বান্দরবানে লামা, রুমা, থানছি এবং রোয়াংছড়ি উপজেলায় নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার, স্বচ্ছ ব্যালট বাক্স’সহ নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠিয়ে দেয়া হয়েছে। সুষ্ঠ-শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
নির্বাচন অফিস ও দলীয়সূত্র জানায়, চার উপজেলায় ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছে। ভোটার সংখ্যা হচ্ছে- লামা উপজেলায় ৫৮ হাজার ৪৪৮ ভোট, রোয়াংছড়ি উপজেলায় ১৬ হাজার ৬৪৪ ভোট, রুমা উপজেলায় ১৭ হাজার ৮ ভোট এবং থানছি উপজেলায় ১৩ হাজার ৮৪৫ ভোট। প্রার্থীরা হচ্ছেন লামা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ ইসমাইল (কাপ-পিরিচ), বিএনপি প্রার্থী থোয়াইনু অং চৌধুরী (মোটর সাইকেল), বিএনপি বিদ্রোহী প্রার্থী সেতারা বেগম (আনারস), আবু মূছা (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ মোস্তফা জামাল (তালা), মহিলা প্রার্থী জাহানারা বেগম (কলস), বিএনপির প্রার্থী মো: আবু তাহের (চশমা), শারাবান তহুরা ত্রিপুরা (ফুটবল), রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামীলীগের চহাই মং মারমা (চিংড়ি মাছ), বিএনপি সমর্থিত জনসংহতি সমিতি প্রার্থী ক্যবা মং মারমা (আনারস), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী আথুই মং মারমা (তালা), মহিলা প্রার্থী মিলি মারমা (পদ্ধ ফুল), বিএনপির প্রার্থী ক্যসাইনু মারমা (টিউবওয়েল), মহিলা প্রার্থী মাউসাং মারমা (সেলাই মেশিন), রুমা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের এ্যাড. বাচিং থোয়াই (হেলিকপ্টার), বিএনপি সমর্থিত জনসংহতি সমিতি প্রার্থী অংথোয়াই চিং মারমা (আনারস), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিংথোয়াই মারমা (টেলিফোন), ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী জিংসমলিয়ান বম (চশমা), জনসংহতি সমিতির প্রার্থী ক্যহ্লা মারমা (তালা), ইটেন ত্রিপুরা (উড়ো জাহাজ, খয়চ্যং ম্রো (টিয়া পাখী), মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ প্রার্থী জিংএং ময় বম (ফুটবল), উম্যাসিং মারমা (প্রজাপতি), আরতি ত্রিপুরা (পদ্ধ ফুল), থানছি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী থোয়াই হ্লা মং মারমা (আনারস), বিএনপি প্রার্থী খামলাই ম্রো (ঘোড়া), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ক্যহ্লাচিং মারমা (হেলিকপ্টার), অলসেন ত্রিপুরা (চিংড়ি মাছ), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের অনীল ত্রিপুরা (তালা), চসাথোয়াই মারমা (চশমা), নুমং প্রু মারমা (উড়োজাহাজ), রোয়াল রেম বম (টিয়া পাখী), মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি প্রার্থী হাবৈরং ত্রিপুরা (কলস), বকুলী মারমা (সেলাই মেশিন), কতং ম্রো (পদ্ধ ফুল)।