বান্দরবানে চুরি হওয়া মোটর সাইকেলসহ চোর গ্রেফতার

0
77

বান্দরবান প্রতিনিধি ॥
দীর্ঘদিনের প্রচেষ্ঠায় বান্দরবানে মোটর সাইকেল চোর সংঘবদ্ধ চক্রের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রেজাউল করিম (২২)। সে সাতকানিয়ার দক্ষিণ চরতিঅন্না পাড়ার বাসিন্দার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বান্দরবান বাজারের সড়ক ও জনপথ বিভাগের সিড়ির নিচে কলাবসিপ্ল গেইটের ভিতরে চট্টমেট্রো-ল-১১-৩৮৬৬ নাম্বারের কালো রঙের বাজার ডিজকভার ১৩৫ সিসি মোটর সাইকেলটি রেখে কাজে যান স্থানীয় ঠিকাদার জহিরুল হক ভুট্টো। এই সুযোগে রোববাররাতে লগ ভেঙ্গে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্র। খবর পেয়ে স্থানীয়রা অন্য মোটর সাইকেলে করে চোর’কে ধাওয়া করে জনতার সহায়তায় বাসষ্টেন্ড এলাকায় মোটর সাইকেলসহ চোর’কে আটক করে লোকজন। আটকের পর মোটর সাইকেল চোর’কে ক্ষুব্ধ জনতা গনধোলাই দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেল’সহ চোর’কে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত চোরের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, গ্রেফতারকৃত চোর রেজাউল জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করে সাম্প্রতিক সময়ে বান্দরবান থেকে আরো ৩টি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। সংঘবদ্ধ চক্রের স্থানীয় কয়েকজন সদস্যের ব্যাপারেও তথ্য দিয়েছেন। চক্রটি ধরতে দ্রুত মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রসঙ্গত:-ব্যবসায়ী ইউনুচ, হুমায়ুন কবীর’সহ জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ১৬টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।