বান্দরবানে জেএসএস’র বিক্ষোভ মিছিল-সমাবেশ

0
68

পিসিপি ২
বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে জাল ভোট-কেন্দ্র দখলের ইউপি নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেএসএস।

আজ বুধবার দুপুরে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ কর্মসূচী পালিত হয়।

জেলা জনসংহতি সমিতি (জেএসএস) জেলা সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে জেএসএস কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জলিমং মারমা, জেলা জেএসএস মহিলা সমিতির সভানেত্রীওয়াইচিং প্রু মারমা, পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) নেতা নিত্যলাল চাকমা’সহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারআগে মধ্যমপাড়াস্থ জেএসএস কার্যালয় থেকে জাল ভোটের নির্বাচন বাতিল এবং ভোটের দিনে জেএসএস নেতাকর্মীদের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সমাবেশে জেএসএস কেন্দ্রীয়নেতা জলিমং বলেন, প্রশাসন-নির্বাচন সংশ্লিষ্ট কমকর্তাদের সহায়তায় ভোট কেন্দ্রগুলোতে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে জাল ব্যালট পেপার দিয়ে ব্যাপক জালভোট দেয়া হয়েছে। ভোট গননার সময় নকল জাল ব্যালট পেপার দেখাগেছে। জেএসএস’র স্বতন্ত্র প্রার্থীরা তাৎক্ষনিক মৌখিকভাবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার অভিযোগ জানালেও তারা কোনোরুপ আমলে নেয়নি। জাল ব্যালটের ভোটগুলো বৈধ বিবোচনা করে আওয়ামীলীগের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়েছে। লামা উপজেলার ফাইতং এবং গজালিয়া ইউনিয়নের জেএসএস নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছিল। এটি গ্রহণযোগ্য নির্বাচন নয়। নীলনকশার নির্বাচন বাতিলের দাবী জানাচ্ছি।
জেএসএস জেলা সাধারণ সম্পাদক ক্যবামং বলেছেন, অভিনব কায়দায় জাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট কারচুপি করে জনগনকে ধোঁকা দিয়ে এবং ভোটাধিকারের মত জনগনের সাংবিধানিক অধিকার ভুলন্ঠিত করে বান্দরবানে চারটি ইউনিয়ন ছাড়া ২১টি ইউপি’তে আওয়ামীলীগের প্রার্থীদের রাষ্ট্রীয় ক্ষমতার জোরে অবৈধভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। জাল ভোটের নির্বাচন আমরা প্রত্যাখান করছি। পাহাড়ের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের স্বার্থে নকল ব্যালটের জাল ভোটের নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন দেয়ার দাবী জানাচ্ছি।