বান্দরবানের থানছি’তে এ্যাক্টিভেশন ক্যাম্পেইন সভা

0
78

অ্যাক্টিভেশনবান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের থানছি উপজেলায় এ্যাক্টিভেশন ক্যাম্পেইন সভা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্বাবধানে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান-কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্য বিষয়ে থানছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন থানছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: গাজী মো: এমরান হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে থানছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বলিপাড়া ইউপি চেয়ারম্যান বাশৈচিং চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক আক্তার আহমদ, নার্সিং সুপারভাইজার সুচরিতা কানুনগোয়, থানছি প্রেসক্লাবের সভাপতি মংবোংচিং মারমা, প্রোগ্রাম সমন্বয়ক শাফায়েত হোসেন, বলিপাড়া স্বাস্থ্য ক্লিনিকের স্বাস্থ্যসহকারী এ ম্যা নু মারমা’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় মেডিক্যাল অফিসার ডা: গাজী মো: এমরান হোসেন বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠিরা স্বাস্থ্য সেবার আওতায় এসেছে। জনগন বাড়ীর কাছেই নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যতœ,পরিবার পরিকল্পনা গ্রহনসহ স্বাস্থ্য বিষয়ে সব ধরনের সেবা ও বিনামুল্যে ওষধ পাচ্ছেন। ফলে মৃত্যুর ঝুকি অনেকাংশে কমে এসেছে। প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ জনগনকে কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা গ্রহনে আগ্রহী করেছে।
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের প্রোগ্রাম সমন্বয়ক শাফায়েত হোসেন জানান, জেলার থানছি উপজেলায় রেমাক্রী, তীন্দু, বলিপাড়া তিনটি ইউনিয়নের নারী-পুরুষ, শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সেবা সর্ম্পকে জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে পৃথকভাবে ৩টি এ্যাক্টিভেশন ক্যাম্পেইন সভা করা হয়েছে। পরে মেডিক্যাল অফিসারের কাছে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন স্টীকার, সাইনবোর্ড হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য ছয়টি উপজেলায়ও স্বাস্থ্য সচেতনতামূলক এ কর্মসূচী চালানো হবে।