বান্দরবানে বিএনপির দুশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

0
74

:: বান্দরবান প্রতিনিধি ::

বান্দরবানে বিএনপির দু’শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছে আওয়ামীলীগে। আজ শুক্রবাররাতে পার্বত্য প্রতিমন্ত্রীর বান্দরবানস্থ বাসভবনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’কে ফুল দিয়ে থানছি উপজেলা বিএনপির প্রায় দুশতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছেন।

যোগদানে নেতৃত্ব দিয়েছেন রেমাক্রী ইউনিয়ন চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রদল সহ-সভাপতি উসাইনু মারমা, যুবদলের সভাপতি চহাই মারমা এবং জনসংহতি সমিতি (জেএসএস) থানছি উপজেলা সভাপতি ক্যসাপ্রু মারমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, উন্নয়নের রাজনীতি বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিএনপি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূলের নেতাকর্মীরাও এখন আওয়ামীলীগে যোগদিচ্ছে। ভুল পথে চলা বিএনপির নেতাকর্মীরাও সঠিক পথ বেছে নেয়ায় সকলকে অভিনন্দন।

তিনি বলেন, গনতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশবাসী আওয়ামীলীগকে বারবার ক্ষমতায় বসাচ্ছে। আওয়ামীলীগ পথ দেখায় উন্নয়নের এবং আদর্শের। আওয়ামীলীগে কোনো বোমা বাজ এবং সন্ত্রাসীর স্থান নেই, আন্দোলনের নামে মানুষ হত্যায় বিশ্বাস করেনা আওয়ামীলীগ সরকার। যারাই বিশৃঙ্খলা তৈরির চেষ্ঠা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক লক্ষিপদ দাশ, সুয়ালক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো’সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।