বান্দরবানে সাংবাদিক বিড়ম্বনা!

0
75

বান্দরবান প্রতিনিধি ॥
যোগাযোগ মন্ত্রীর সফর নিয়ে বান্দরবানে সাংবাদিক বিড়ম্বনার ঘটনা ঘটেছে। শনিবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি নির্ধারিত সফরের অনুষ্ঠান কাভারেজ করতে সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মীরা জেলা সদর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে নীলগিরি এলাকায় অবস্থান করেন। তারমধ্যে দুপুর বারোটায় মন্ত্রীর সফর বাতিল করা হয়েছে বলা হলে গনমাধ্যকর্মীরা ঘটনাস্থল থেকে চিম্বুক এলাকা পর্যন্ত ফিরে আসে, মাঝপথ থেকে মন্ত্রী আসছেন বলে আবারও স্থানীয় সাংবাদিকদের নীলগিরিতে ফিরিয়ে নেয়া হয়। আসবে এবং আসছে সড়ক ও জনপথ বিভাগ গনমাধ্যম কর্মীদের আটকে রাখলেও শেষ পর্যন্ত আসেননি যোগাযোগ মন্ত্রী। টানা হেচড়ায় বিড়ম্বনার শিকার হয়েছেন সাংবাদিকরা। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ফয়সাল বিকাশসহ কয়েকজন জানান, গুরুত্বপূর্ণ কাজ ফেলে যোগাযোগ মন্ত্রীর অনুষ্ঠান কাভারেজ করতে বিড়ম্বনার শিকার হয়েছেন সাংবাদিকেরা। বিষয়টি দু:খ জনক, দিনভর স্থানীয় সাংবাদিকেরা নীলগিরি’কে অবস্থান বিকালে ফিরে এসেছেন। বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক জানান, যোগাযোগ মন্ত্রী দুপুর সাড়ে বারোটায় হেলিকপ্টারযোগে বান্দরবান পৌছানোর কথাছিল। সফর সূচী অনুযায়ী রুমা থেকে কেওক্রাডং পর্যন্ত সংযোগ সড়ক ও নীলগিড়ি পর্যটন কেন্দ্র পরিদর্শণের বিষয়টি লেখাছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে মন্ত্রী বান্দরবান আসতে পারেনি। খাগড়াছড়ি থেকে হেলিকপ্টারযোগে সরাসরি কক্সবাজারে চলে যান।